
শেখ লুৎফা :
আজ ৮ ডিসেম্বর মোহনগঞ্জ মুক্ত দিবস । ১৯৭১ সালের এই দিনে মোহনগঞ্জ মুক্তিবাহিনীর সম্মূখ যুদ্ধে পরাজিত হয়ে মোহনগঞ্জ থেকে পাক হানাদার বাহিনী পালিয়ে যায় ।
দিবসটি উপলক্ষে মোহনগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ সহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান কর্মসূচী পালন করে । মোহনগঞ্জ মুক্তিযোদ্ধা অফিস থেকে সকাল ১০ টায় একটি বিশাল র্যালি বের করা হয়। র্যালিটি মোহনগঞ্জ পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা অফিসে এসে শেষ হয়।
র্যালিতে অংশ নেন, মোহনগঞ্জ পৌর মেয়র লতিফুর রহমান রতন, উপজেলা চেয়ারম্যান মো. শহীদ ইকবাল, নির্বাহী অফিসার ছাব্বির আহম্মেদ আকুঞ্জি, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আব্দুল হক, শামছুল হক মাহবুব, সন্তান কমান্ডের অহবায়ক হাবিবুর রহমান, আনোয়ার হোসেন, পিয়াস প্রমূখ।