
কামরুল ইসলাম রতন:
মোহনগঞ্জ সমিতি ঢাকা এর উদ্যোগে আজ (২৭ আগষ্ট) শনিবার বিকাল তিনটায় মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের শামসুল হক মিলনায়তনে মোহনগঞ্জ হাসপাতালের অপারেশন থিয়েটারের জন্য একটি এসি ও কার্ডিয়াক মনিটর আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।
মোহনগঞ্জ সমিতির সভাপতি, সাবেক সিনিয়র সচিব প্রধানমন্ত্রীর কার্যালয় ও চেয়ারম্যান বিমান পরিচালনা পর্ষদ সাজ্জাদুল হাসানের কাছ থেকে আনুষ্ঠানিক ভাবে যন্ত্রপাতি গ্রহণ করেন নেত্রকোনা সিভিল সার্জন ডাঃ মোঃ সেলিম মিঞা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহমুদা খাতুন, জুনিয়র কনসালটেন্ট এনোথোসিয়া ডাঃ ফায়জুল আলম।
এ সময় মোহনগঞ্জ সমিতির সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দে, সহ-সভাপতি ডাঃ রেহান উদ্দিন খান, মোঃ কামরুজ্জামান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আল আমিন ইসলাম মনি।
মঞ্চে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছাব্বির আহমেদ আকুঞ্জি, মোহনগঞ্জ পৌর মেয়র লতিফুর রহমান রতন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাইদুর রহমান প্রমুখ।