মোহনগঞ্জ সাধারণ পাঠাগারের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

প্রকাশিত: ৩:৪৫ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২৪

কামরুল ইসলাম রতনঃনেত্রকোণা জেলার মোহনগঞ্জ সাধারণ পাঠাগারের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে “চিত্রাংকন ও বিতর্ক প্রতিযোগিতাগ-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ জানুয়ারি ) সকাল ১১ ঘটিকায় পাঠাগার হলরুমে উপজেলা নির্বাহী অফিসার ও মোহনগঞ্জ সাধারণ পাঠাগারের সভাপতি মোসাঃ হাফিজা জেসমিন এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাহাঙ্গীর আলম।

প্রতিযোগিতায় বারহাট্টা, আটপাড়া, মোহনগঞ্জ ও ধর্মপাশা উপজেলার মোট ৮০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে।

“মাধ্যমিক স্কুল বিতর্ক প্রতিযোগিতা”-২০২৪ এ মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়, মোহনগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, মোহনগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় ও মোহনগঞ্জ পাবলিক উচ্চ বিদ্যালয় অংশগ্রহণ করে ‌। চ্যাম্পিয়ন দল মোহনগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়। রানার আফদল মোহনগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়। শ্রেষ্ঠ বিতর্কিত জান্নাতুল ফেরদৌস মিম । সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন পাঠাগারের সহ-সভাপতি আহমেদুর রহমান খোকন, সাধারণ সম্পাদক আলী মুসা জয় ।