
কামরুল ইসলাম রতন:
নানা আয়োজনে নেত্রকোণা জেলার মোহনগঞ্জ সাধারণ পাঠাগারের ৩৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকালে আয়োজিত অনুষ্ঠান সূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র্যালি, কেক কাটা, পায়রা উড়ানো এর মধ্যদিয়ে প্রথম পর্ব শেষ হয়েছে।
এতে পাঠাগারের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার ছাব্বির আহমেদ আকুঞ্জি, মোহনগঞ্জ সাধারণ পাঠাগারের সহ- সভাপতি আহমেদুর রহমান খোকন, সাধারণ সম্পাদক আলী মুসা জয় সহ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঠাগারের আজীবন সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি লতিফুর রহমান রতন, সাধারণ সম্পাদক শহীদ ইকবাল , বীর মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন পেশার প্রতিনিধিগণ পৌর শহর প্রদক্ষিণ করেন।
এতে তিনটি হাই স্কুলের ও ৪ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের স্কুলের ব্যানার নিয়ে শোভাযাত্রায় অংশগ্রহণ করে। তাছাড়া বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা শুভযাত্রা অংশগ্রহণ করেন।
অন্যান্যদের মধ্যে প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি মোস্তফা কামাল জিয়া, সাধারণ সম্পাদক সৈয়দ ইউসুফ আলী, মোহনগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এস এম সারোয়ার খোকন, সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম রতন প্রমুখ উপস্থিত ছিলেন।