মোহনগঞ্জ সাধারণ পাঠাগারের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি

প্রকাশিত: ৭:৩৫ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০২৫

মোঃ কামরুল ইসলাম রতনঃ
মোহনগঞ্জ সাধারণ পাঠাগারের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার সকাল থেকে র‌্যালি-আলোচনা সভাসহ নানা প্রতিযোগীতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়। পরে আনুষ্ঠানিকভাবে কেক কাটা হয়। বিভিন্ন সময় শতাধিক শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

এতে সভাপতিত্ব করেন পাঠাগারের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুয়েল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক সেলিম কার্নায়েন, বীর মুক্তিযোদ্ধা সামছুল হক মাহবুব।

এছাড়া পাঠাগারের সহ-সভাপতি শাহজাহান আলম বিপ্লব, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বকুল, সাংবাদিক মোঃ কামরুল ইসলাম রতন, পাঠাগারের সাবেক সহ-সভাপতি প্রদীপ কুমার সেন্টু,পাঠাগারের কার্যকরী কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।