মোহনগঞ্জ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা
কামরুল ইসলাম রতনঃ
নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স্র কনফারেন্স হল রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নেত্রকোণা-৪ আসনের এমপি ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাজ্জাদুল হাসান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, নেত্রকোণা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ড. ম শ্যামল কুমার পাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা কবির, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. রেহানা পারভীন, যক্ষা নিয়ন্ত্রণ প্রশিক্ষন প্রতিষ্ঠানের সাবেক তত্বাবধায়ক ডা. মো. আবুল কালাম. আবাসিক মেডিকেল অফিসার ডা. পার্থ সরকার, প্রেসক্লাব সভাপতি এস,এম সারোয়ার খোকন প্রমুখ।
মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রেহানা পারভীন আমাদের প্রতিনিধিকে জানান, এমপি মহোদয় নবজাতক শিশুদের জন্য কাপড় ও মাস্ক উপহার দিয়েছেন। তিনি হাসপাতালের সার্বিক বিষয়ে খোঁজখবর নিয়েছেন, দ্রুত এসব সমাধানের আশ্বাস দিয়েছেন।