মৌলবাদ ও জঙ্গিবাদের ছায়া মুক্ত বুয়েটের দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ৩:৫৮ অপরাহ্ণ, মার্চ ৩১, ২০২৪

বিশেষ প্রতিনিধিঃ মৌলবাদ ও জঙ্গিবাদের ছায়া মুক্ত বুয়েটে ছাত্র রাজনীতি ও শিক্ষা বিরোধী সিদ্ধান্ত বাতিল চেয়ে মানববন্ধন করেছে ছাত্রলীগ। রোববার দুপুরে নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সামনের সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

বেলা ১২টা থেকে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন- জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসিব ইবনে হান্নান, সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক শারিয়ার হাসান কামরান, জেলা ছাত্র লীগের সহ-সভাপতি শিশির আহমেদ ইয়াসীন, নেত্রকোনা সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মেহেদী হাসান।

নেত্রকোনা জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসিব ইবনে হান্নান বলেন, ছাত্ররাজনীতি বন্ধের নামে মৌলবাদ ও জঙ্গিবাদের আস্ফালন মেনে নেওয়া হবেনা। বুয়েট কৃর্তক গৃহীত অসাংবিধানিক মৌলিক অধিকার পরিপন্থী শিক্ষা বিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে।