বিশেষ প্রতিনিধিঃ মৌলবাদ ও জঙ্গিবাদের ছায়া মুক্ত বুয়েটে ছাত্র রাজনীতি ও শিক্ষা বিরোধী সিদ্ধান্ত বাতিল চেয়ে মানববন্ধন করেছে ছাত্রলীগ। রোববার দুপুরে নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সামনের সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
বেলা ১২টা থেকে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন- জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসিব ইবনে হান্নান, সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক শারিয়ার হাসান কামরান, জেলা ছাত্র লীগের সহ-সভাপতি শিশির আহমেদ ইয়াসীন, নেত্রকোনা সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মেহেদী হাসান।
নেত্রকোনা জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসিব ইবনে হান্নান বলেন, ছাত্ররাজনীতি বন্ধের নামে মৌলবাদ ও জঙ্গিবাদের আস্ফালন মেনে নেওয়া হবেনা। বুয়েট কৃর্তক গৃহীত অসাংবিধানিক মৌলিক অধিকার পরিপন্থী শিক্ষা বিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে।
ইমেরিটাস এডিটরঃ দিলওয়ার খান
সম্পাদক ও প্রকাশকঃ মুহা. জহিরুল ইসলাম অসীম
বার্তা সম্পাদকঃ শরীফা অসীম বর্ষা
অস্থায়ী কার্যালয় : এআরএফবি ভবন, ময়মনসিংহ রোড, সাকুয়া বাজার, নেত্রকোণা সদর, ২৪০০
ফোনঃ ০১৭৩৫ ০৭ ৪৬ ০৪, বিজ্ঞাপন: ০১৬৪৫ ৮৮ ৪০ ৫০
ই-মেইলঃ netrokonajournal@gmail.com
©২০২০-২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত