
রাজেশ গৌড়:
নেত্রকোণার দুর্গাপুর উপজেলার আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলা উদ্দিন আল আজাদকে (৭২) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
সোমবার (১৬ জানুয়ারি) বিকেলে উপজেলার বাকলজোড়া ইউনিয়নের নিজ গ্রামের মাঠে প্রয়াত এই মুক্তিযোদ্ধার জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজার আগে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল এই বীরমুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদান করেন। এরপর জানাজা শেষে মরদেহ যথাযোগ্য মর্যাদায় পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
বীরমুক্তিযোদ্ধা আলা উদ্দিন আল আজাদের বাড়ি উপজেলার বাকলজোড়া ইউনিয়নের বালিচাঁন্দা গ্রামে। রোববার (১৫ জানুয়ারি ) দিবাগত রাত ১২টায় মময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
বীরমুক্তিযোদ্ধা আলা উদ্দিন আল আজাদের মৃত্যুতে শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের,স্থানীয় সংসদ সদস্য মানু মজুমদার, কেন্দ্রীয় আ’লীগের কার্যনিবাহী সদস্য রেমন্ড আরেং, উপজেলা পরিষদ চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার,নেত্রকোনা জেলা আওয়ামী লীগ,উপজেলা প্রশাসন,পুলিশ প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠন,দুর্গাপুর প্রেসক্লাব, দুর্গাপুর সাংবাদিক সমিতি সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান।ই