রোগীর প্রেসক্রিপশনের ছবি তোলতে নেত্রকোণা জেলা প্রশাসকের নিষেধাজ্ঞা

প্রকাশিত: ৮:৩৩ পূর্বাহ্ণ, নভেম্বর ৩, ২০২৩

নেজা ডেস্ক রিপোর্টঃ
বিভিন্ন বেসরকারি ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভদের মোবাইল ফোনে সরকারি হাসপাতালে আসা রোগীদের প্রেসক্রিপশনের ছবি তোলায় নিষেধাজ্ঞা দিয়েছেন নেত্রকোনার জেলা প্রশাসক শাহেদ পারভেজ।

বৃহস্পতিবার দুপুরে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের অভ্যন্তরে ইপিআই ভবনে এক মিটিংয়ে জেলায় কর্মরত মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের তাৎক্ষণিক এ নির্দেশনা দেন তিনি।

সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল ১০টায় পূর্বনির্ধারিত জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস উপলক্ষে র‌্যালি, রক্তদান কর্মসূচি এবং আলোচনা সভায় যোগ দিতে সিভিল সার্জনের কার্যালয়ে যান জেলা প্রশাসক। পরে বেলা পৌনে ১১টার দিকে সিভিল সার্জন কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের হয়ে পরে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে প্রবেশ করে।

এ সময় বিভিন্ন বেসরকারি ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভদের জটলার কারণে র‌্যালিটি প্রবেশে সমস্যার সৃষ্টি হয়। এ সময় জটলার কারণে ও হাসপাতালে আসা রোগীদের থামিয়ে তাদের চিকিৎসকের দেওয়া প্রেসক্রিপশনের ছবি তোলার বিষয়টি সরেজমিন প্রত্যক্ষ করেন জেলা প্রশাসক।

একপর্যায়ে বেলা ১১টায় জেলা প্রশাসক উপস্থিত নেত্রকোনার সিভিল সার্জন মো. সেলিম মিঞা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ লুতফুর রহমান, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ও গণমাধ্যমকর্মীদের সামনে রিপ্রেজেন্টেটিভদের ছবি তোলার বিষয়টি নিয়ে উষ্মা প্রকাশ করেন। পরে ইপিআই ভবনে রিপ্রেজেন্টেটিভদের ডেকে নিয়ে সেখানে রোগীদের ছবি তোলার বিষয়টি নিয়ে আলোচনা করা হয়। একপর্যায়ে উপস্থিত রিপ্রেজেন্টেটিভরা দুঃখ প্রকাশ করেন ও বিষয়টির আর পুনরাবৃত্তি হবে না বলেও জানান।

এ বিষয়ে জেলা সিভিল সার্জন সেলিম মিঞা বলেন, রিপ্রেজেন্টেটিভদের ছবি তোলার ব্যাপারে নিষেধ করা হয়েছে। আর সপ্তাহে দুই দিন তাদের ডাক্তারদের কাছে আসার কথা বলা হয়েছে।