লুৎফুজ্জামান বাবরের মুক্তির দাবীতে খালিয়াজুরীতে মানববন্ধন
আবুল কালামঃ
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং নেত্রকোনা-৪ মদন মোহনগঞ্জ খালিয়াজুরী আসনের সাবেক সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবরের নিঃশর্ত মুক্তির দাবিতে নেত্রকোণার খালিয়াজুরী উপজেলায় মানববন্ধন করেছে সর্বস্তরের জনগণ।
খালিয়াজুরী সদর উপজেলার প্রধান সড়কে বুধ বার সকাল ১১টা থেকে দুপুর ১ টা পর্যন্ত পালিত হয়েছে এ মানববন্ধন কর্মসূচি।
উপজেলা বিএনপির আহবায়ক ও গাজীপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ স্বাধীনের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মাহবুবুর রহমান কেষ্টর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ইদ্রিস আলী মোল্লা, আসিফুজ্জামান উজ্জ্বল, আলী হাসান চৌধুরী পিন্টু, এরশাদুল আলম শাহীন, কায়সার রহমান শেকুল, মাসুদ রানা,তরিকুজ্জামান তরু,নাজমুল হক তালুকদার আরিফ, মেন্দিপুর ইউনিয়নের সভাপতি আব্দুল মান্নান চৌধুরী,খালিয়াজুরী যুবদলের আহবায়ক এনামুল হক ছুটন, সদস্য সচিব রাজিব হোসেন পলাশ,সেচ্ছাসেবক দলের আহবায়ক ফাহিম হোসেন সুমন, ছাত্রদলের আহবায়ক মাজহারুল হক পলিন, সদস্য সচিব ইয়াসির আরাফাত হৃদয়।
এসময় আরও উপস্থিত ছিলেন, মেন্দিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খোকন, খালিয়াজুরী সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এরশাদ মিয়া প্রমুখ।
এতে বক্তারা বলেন, স্বৈরাচারী খুনি হাসিনা সরকারের রোষানলে পড়ে সাবেক সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর মিথ্যা মামলায় ফরমায়েশি রায়ে দীর্ঘ ১৭ বছর যাবৎ কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে মানবেতর জীবন যাপন করছে। তারা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অবিলম্বে লুৎফুজ্জামান বাবরের নিঃশর্ত মুক্তির দাবি জানান।