শব্দদূষণ প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে -জেলা প্রশাসক শাহেদ পাভেজ

প্রকাশিত: ১২:৩৪ অপরাহ্ণ, এপ্রিল ২৪, ২০২৪

নেজা ডেস্ক রিপোর্টঃ
আন্তর্জাতিক শব্দ সচেতন দিবস ২০২৪ উপলক্ষে শব্দ দূষণ নিয়ন্ত্রণে সম্মিলিত অংশীদারিত্ব মূলক প্রকল্পের আওতায় নেত্রকোনা জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর এর আয়োজনে ২৪ এপ্রিল সকালে রেলি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন নেত্রকোনা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব সাহেব পারভেজ।

আলোচনা সভায় তিনি বলেন, শব্দ দূষণে সাধারণ নাগরিকদের কে সচেতন হতে হবে। শব্দ দূষণের কারণে যে সব সমস্যা হচ্ছে তা নিয়ে আমাদের কাজ করতে হবে বিশেষ করে স্বাস্থ্য বিভাগ ও পরিবেশ অধিদপ্তরের, শব্দ দূষণের কারণে কি, কি ক্ষতি হচ্ছে তা নিয়ে ব্যাপক সচেতনতা বৃদ্ধি করাতে হবে। আগামী প্রজন্মকে আমাদের রক্ষা করতে হবে।

নেত্রকেণা স্থানীয় সরকার বিভাগের উপ- পরিচালক মামুন খন্দকারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন নেত্রকোণা রিবেশ অধিদপ্তর এর সহকারী পরিচালক আবু সাঈদ, বক্তব্য রাখেন, শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি বজলুর রহমান, বাসিকের সমন্বয়কারী ওয়াহিদুর রহমান, ট্রাফিক ইন্সপেক্টর জহিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা নুরুল আমিন, নেত্রকোনা পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম খান, সহকারী পুলিশ সুপার শিবলী সাদিক সহ স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধি সহ অন্যান্যরা। আলোচনা সভার পূর্বে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি রেলি বের হয়।