শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী

প্রকাশিত: ৯:৩০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০২৫

বাণী

বিসমিল্লাহির রাহমানির রাহীম

আজ অমর ২১ ফেব্রুয়ারি, ২০২৫। রক্তস্নাত ভাষা আন্দোলনের স্মৃতিবহ মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই দিনটি জাতীয় জীবনে এক গৌরবময় ও ঐতিহ্যবাহী দিন। মানব ইতিহাসের দীর্ঘ পথ-পরিক্রমায় একটি জাতি মাতৃভাষার অধিকার রক্ষায় বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল রাজপথে।

জাতীয় জীবনে সকল চেতনার উৎস হচ্ছে এ দিনটি। একুশের মাধ্যমে যে সংগ্রামের সূচনা হয়েছিল তার পথ ধরেই প্রশস্ত হয়েছে স্বাধীনতার স্বপ্ন। বিশ্ব আজ সেই আত্মত্যাগ স্মরণ করছে সুগভীর শ্রদ্ধায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে।

তাই মহান একুশ বাংলাদেশের ইতিহাসে এক গৌরবান্বিত ও তাৎপর্যপূর্ণ অধ্যায়। একুশের মধ্যমে আমরা অর্জন করেছি আন্তর্জাতিক অঙ্গনে মর্যাদা এবং স্বতন্ত্র সত্তা। জাতীয় জীবনের এই গৌরবোজ্জ্বল ও মহিমান্বিত দিনে স্মরণ করছি সেই বীর সন্তানদের, যাঁরা মাতৃভাষার সম্মান রক্ষায় আত্মাহুতি দিয়েছিল।

আজকের এই দিনে সকল ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই। একুশের চেতনা ও মূল্যবোধকে ধারণ করে আমাদের সম্মুখে এগিয়ে যেতে হবে দৃঢ় প্রত্যয়ে।

(বনানী বিশ্বাস)
জেলা প্রশাসক
নেত্রকোণা।