শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসক এর বাণী
বাণী
আজ ১৪ই ডিসেম্বর, শহিদ বুদ্ধিজীবী দিবস। আজকের এই দিনে আমি শ্রদ্ধাবনতচিত্তে স্মরণ করছি স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি বীর মুক্তিযোদ্ধাদের, মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের ও দু’লক্ষ মা-বোনদের, যাঁদের সর্বোচ্চ ত্যাগে অর্জিত হয়েছে স্বাধীনতা। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি শহিদ বুদ্ধিজীবীদের, যাঁরা ১৯৭১ সালে বিজয়ের প্রাক্কালে পাক হানাদার বাহিনী ও তাদের দেশীয় দোসরদের হাতে নির্মমভাবে শাহাদত বরণ করেন। আমি তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করছি এবং তাদের শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানাই।
বাঙালি জাতির অবিসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ধাপে ধাপে আন্দোলন-সংগ্রামের মধ্যদিয়ে বাঙালি জাতিকে মুক্তিসংগ্রামের জন্য প্রস্তুত করেন। তাঁরই আহবানে সাড়া দিয়ে দীর্ঘ নয় মাসের সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে বীর বাঙালি জাতি ছিনিয়ে আনে চূড়ান্ত বিজয়। ২৫শে মার্চ কালরাত থেকে শুরু করে মুক্তিযুদ্ধের পুরোটা সময়জুড়েই পাকিস্তানি হানাদার বাহিনী স্বাধীনতাবিরোধী রাজাকার-আলবদর-আল শামস বাহিনীর সহযোগিতায় বুদ্ধিজীবীদের বেছে বেছে হত্যা করে।
বিজয়ের প্রাক্কালে সারাদেশের ন্যায় নেত্রকোণা জেলাতেও পাকিস্তানি হানাদার বাহিনী প্রথিতযশা শিক্ষাবিদ, চিকিৎসক, সাহিত্যিক, সাংবাদিক, শিল্পীসহ বহু গুণীজনকে নির্মমভাবে হত্যা করে। জাতি হারায় তার সূর্যসন্তানদের। বাঙালি জাতি তার শ্রেষ্ঠ সন্তানদের হারানোর শোক হৃদয়ে ধারণ করে চলেছে। শহিদ বুদ্ধিজীবীদের রেখে যাওয়া আদর্শ ও পথকে অনুসরণ করে অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক সুখী-সমৃদ্ধ সোনার বাংলা গড়তে পারলেই তাঁদের আত্মত্যাগ সার্থক হবে। জয় বাংলা। বাংলাদেশ চিরজীবী হোক।
শাহেদ পারভেজ
জেলা প্রশাসক, নেত্রকোণা