
নেজা ডেস্ক রিপোর্ট :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে নেত্রকোণায় ছাত্রদলের উদ্যোগে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোণা জেলা ছাত্রদল জিয়াউর রহমানের মাগফেরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল এর আয়োজন করে।
বুধবার বাদ যহর দোয়া মাহফিল শেষে শহরের কুরপার এলাকায় বায়তুন নুর হাফিজিয়া এতিম খানায় এতিম ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সরোয়ার আলম এলিন, সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরী।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এস এম মনিরুজ্জামান দুদু, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম কমল, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক এহসানুল হকসহ জেলা ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ।