
নেজা ডেস্ক রিপোর্ট :
মহান স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এঁর ৮৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে নেত্রকোণায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৯টায় নেত্রকোণা জেলা বিএনপি এই কর্মসূচির আয়োজন করে।
নেত্রকোণা জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হকের সভাপতিত্বে যুগ্ম আহ্বায়ক তাজেজুল ইসলাম ফারাস সুজাতের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক এডভোকেট মাহফুজুল হক।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক বজলুর রহমান পাঠান, যুগ্ম আহবায়ক এস এম মনিরুজ্জামান দুদু, জেলা কৃষক দলের সভাপতি সালাহ্উদ্দিন খান মিল্কী, সাবেক ইউপি চেয়ারম্যান ফরিদ আহম্মেদ ফকির, জেলা যুবদলের সভাপতি মশিউর রহমান মশু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম মোয়াজ্জেম হোসেন, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুল হক, যুগ্ম আহবায়ক মোঃ কামরুল হক, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোলায়মান হাসান রুবেল, জেলা শ্রমিক দলের সভাপতি আকিকুর রেজা খোকন, জেলা তাতীদলের আহবায়ক সাইফ উদ্দিন আহমেদ লেলিন, জেলা মৎস্যজীবি দলের সদস্য সচিব ইদ্রিছ আলী, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সৈয়দ আজহারুল ইসলাম কমল, সহ সাংগঠনিক সম্পাদক সৈয়দ তোফায়েল মীর, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনীক মাহবুব চৌধুরী, ভারপ্রাপ্ত সভাপতি সারোয়ার আলম এলিন, সহসভাপতি দেলোয়ার হোসেন, জেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান কল্যাণ ফ্রন্টের সাধারণ সম্পাদক শ্যামল ভৌমিকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
পরে রাষ্ট্রপতি জিয়াউর রহমান এঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা, দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।