শিক্ষার্থীদের উদ্যোগে বারহাট্টা কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে পরিচ্ছন্নতার কাজ

প্রকাশিত: ১১:৫৪ পূর্বাহ্ণ, আগস্ট ৮, ২০২৪

লতিবুর রহমান খানঃ
নেত্রকোনার বারহাট্টায় কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে পরিস্কার- পরিচ্ছন্নতার কাজ। বৃহস্পতিবার উপজেলার সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে এ পরিস্কার- পরিচ্ছন্নতার কাজ করা হয়।

দীর্ঘদিন যাবৎ কেন্দ্রীয় শহীদ মিনারের আশপাশসহ শহীদ মিনারটি পরিস্কার- পরিচ্ছন্নতার অভাবে ময়লা-আবর্জনার স্তুপে পরিণত হয়।

এ বিষয়টি সাধারণ শিক্ষার্থীদের নজরে আসলে স্থানীয় স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পরিস্কার- পরিচ্ছন্নতার কাজে লেগে শহীদ মিনারের আশ-পাশসহ শহীদ মিনার পরিস্কার- পরিচ্ছন্নতা করে রং তুলির কাজ করে। স্থানীয়রা জানায়, দেশের সাধারণ শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যত।তাদের এই পরিস্কার- পরিচ্ছন্নতা কাজ প্রশংসার দাবী রাখে।

এ সময় সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার উছমান গণি, বারহাট্টা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রফিকুল ইসলাম, জামাল, স্টেশন মসজিদের ইমাম আতিকুজ্জামানসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

একই দিনে উপজেলা সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে উপজেলার বিভিন্ন অলিগলিতে দীর্ঘ দিনের জমাকৃত ময়লা- আবর্জনার স্তুপ পরিস্কার- পরিচ্ছন্নতা করা হয় এবং নেত্রকোণা-মোহনগঞ্জ মহাসড়কে উপজেলা সদরের ব্যস্ততম ভিতরে রাস্তায় যান-বাহন চলাচলে সহযোগিতার কাজে ট্রাফিকের দায়িত্ব করতে দেখা গেছে।