শিক্ষার্থীদের নিয়ে নেত্রকোণায় শব্দ সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত
কাওসার খান রনিঃ
নেত্রকোণায় ‘শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প’ এর আওতায় শব্দসচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় জেলা পাবলিক হলে নেত্রকোণা জেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তর যৌথভাবে প্রশিক্ষণের আয়োজন করে।
অতিরিক্ত জেলা প্রশাসক মো. মামুন খন্দকারের সভাপতিত্বে এবং নেত্রকোণার বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব চিন্ময় তালুকদারের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শাহেদ পারভেজ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুল গফুর, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসর ডা. মো. খালিদ সাইফুল্লাহ। প্রশিক্ষণের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আবু সাঈদ।
নেত্রকোণা আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়, নেত্রকোণা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, নেত্রকোণা দত্ত উচ্চ বিদ্যালয় এবং নেত্রকোণা কালেক্টরেট উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দের অংশগ্রহণে এ প্রশিক্ষণ অনুষ্ঠানে চিত্র প্রদর্শনীর মাধ্যমে শব্দদূষণ বিষয়ে উপস্থাপন করেন সহকারী কমিশনার নিয়াজ মাখদুম।
শব্দদূষণের কারণএ কি ধরনের সমস্যা হয় এবং করণীয় সম্পর্কে আলোচনা করেন মেডিকেল অফিসার ডা. মো. খালিদ সাইফুল্লাহ। বাল্য বিবাহ, ইভটিজিং, মাদক ও কিশোর গ্যাং এবং মোবাইলের অপব্যবহার সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন জেলা পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘তোমরা যারা আজ ছাত্র-ছাত্রী তারা একদিন আমাদের মত দেশ পরিচালনা করবে, তোমাদের অনেক দায়িত্ব, তোমরা এখন থেকে সমাজকে সচেতন করবে।’
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক শাহেদ পারভেজ অংশগ্রহণকারী শিক্ষার্থীর বিভিন্ন দিকনির্দেশনা দিয়ে বলেন, ‘তোমরা সময়কে কাজে লাগাও, সময়কে কাজে না লাগানোর ফলে যে ক্ষতি হয় তা সারাজীবনেও পুষিয়ে নেওয়া যায় না।