শিক্ষার্থীদের ১১ দফা দাবি: আগামী শনিবার থেকে বিআরটিসি বাস চলবে
নেজা ডেস্ক রিপোর্ট:
পরিবহন সেক্টরে দুর্নতি, অনিয়ম দূর করার লক্ষ্যে ছাত্র জনতা কাজ করছে। আগামী শনিবার থেকে নেত্রকোনা- ময়মনসিং সড়কে বিআরটিসি বাস চলাচল শুরু করবে।
গতকাল মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলন করে বিষয়ািট জানায় ছাত্ররা। দুর্বার নেত্র নামের স্থানীয় ছাত্রদের নেত্রকোনা জেলা প্রেস ক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
জানা গেছে, নেত্রকোনার পরিবহন সেক্টরে দীর্ঘদিন ধরে চলছে নানা অনিয়ম। গত আওয়ামী লীগ সরকারের আমলে পরিবহন সেক্টর ছিল তাদের নিয়ন্ত্রনে। ওই সেক্টরে চলত চাঁদাবাজী, যাত্রী হয়রানীসহ নানা অনিয়ম। কোটা বিরোধী আন্দোলনে ত্ববধায়ক সরকার প্রতিষ্ঠার পর আওয়ামী লীগের হাত থেকে পরিবহন সেক্টরে নিয়ন্ত্রন আওয়ামী লীগের হাত ছাড়া হয়।
সম্প্রতি নেত্রকোনা- ময়মনসিংহ সড়কে বিআরটিসি বাস চালু হলেও পরিবহন মালিক ও শ্রমিকরা ওই বাস চলাচলে বাধা দেয়। এতে করে নেত্রকোনা- ময়মনসিংহ সড়কে বাস চলাচল বন্ধ হয়ে যায়। ফের ওই সড়কে বাস চলাচলের উদ্যোগ নেয় ছাত্র জনতা। এরই প্রেক্ষিতে আগামী শনিবার থেকে বিআরটিসি বাস চলাচল করবে।
পরিবহন সেক্টরে অনিয়ম দূর করনে তারা জেলা প্রশাসনের কাছে ১১ দফা দাবি জানিয়েছে। তাদের দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনে নামার আল্টিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা।
নেত্রকোনা জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষে বক্তব্য রাখেন- নেত্রকোনা আঞ্জুমান সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শাফিন আহমেদ সাদমান।