শিক্ষা, স্বাস্থ্য সহ সকল ক্ষেত্রে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে-প্রতিমন্ত্রী
বারহাট্টা ফকিররের বাজার চল্লিশ কাহনীয়া হাফিজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান
নেজা ডেস্ক রিপোর্টঃ
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু এমপি বলেছেন, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করেই সবাইকে এগিয়ে যেতে হবে।
জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় সবাইকে সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে। শিক্ষা, স্বাস্থ্য সহ সকল ক্ষেত্রে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। এই উন্নয়নের ধারা ধরে রাখতে হলে জননেত্রী শেখ হাসিনাকে আবারও রাষ্ট্র ক্ষমতায় থাকতে হবে।
শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে নেত্রকোণার বারহাট্টা উপজেলার ফকিররের বাজার চল্লিশ কাহনীয়া হাফিজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। এসময় প্রতিমন্ত্রী কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি রতন কুমার সাহা রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান অসিত কুমার সরকার সজল, উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার ববি, বারহাট্টা থানার অফিসার ইনচার্জ খোকন কুমার সাহা, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা শাহ আলমসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা।