প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৩, ২০২৪, ৪:০৫ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১২, ২০২৩, ১১:১০ পূর্বাহ্ণ
শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে চলছে- প্রতিমন্ত্রী
দিলওয়ার খানঃ
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু এমপি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে চলছে। এই উন্নয়ন ধরে রাখতে হলে নৌকায় ভোট দিয়ে আগামীতেও জননেত্রী শেখ হাসিনাকেই রাষ্ট্র ক্ষমতায় থাকতে হবে।
আজ সকালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৪ কোটি ৬৪ লক্ষ টাকা ব্যয়ে নেত্রকোণা-ব্রুজের বাজার ২৮৫০ মিটার জিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধনকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নেত্রকোণা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ রবিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের সদস্য গাজী মর্তুজা হোসেন কামাল সহ স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীরা।