শেখ হাসিনার সরকারের আমলে দেশে যে উন্নয়ন হয়েছে, তা অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে -লে. কর্নেল নূর খান

প্রকাশিত: ২:৫৩ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০২৩

বিশেষ প্রতিনিধি : বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তৃণমূল মানুষের কাছে তুলে ধরার লক্ষ্যে পথ সভা করেছেন নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি লে.কর্ণেল আব্দুন নূর খান।

সোমবার বিকেলে সদর উপজেলার ঠাকুরাকোনা ইউনিয়নের জাহাঙ্গীরপুর মোড়ে আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের আয়োজনে পথসভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও সাবেক সহসভাপতি লে.কর্নেল নূর খান।

এসময় তিনি বলেন, বাংলাদেশের যে উন্নয়ন হয়েছে তা জননেত্রী শেখ হাসিনার হাত ধরে হয়েছে, যা অতীতের আর কোনো সরকারের আমলে হয়নি। দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে এখন একটি ষড়যন্ত্রকারী কুচক্রি মহল ষড়যন্ত্র করছে, সে বিষয়ে সকলকে সজাগ থাকার আহবান জানান।

পরে তিনি বারহাট্টার বাউসি বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের সাথে সরকারের উন্নয়ন তুলে কথা বলেন। পরে বারহাট্টা ও সদর উপজেলার বিভিন্ন এলাকার পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন।

এসময় বীর মুক্তিযোদ্ধা সোলাইমান, জেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা মজিবুর রহমান জজ সহ স্থানীয় আওয়ামী লীগের নেতা কর্মী উপস্থিত ছিলেন।