এ কে এম আব্দুল্লাহ:
১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে নেত্রকোণায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
"একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বন্ধন" এই স্লোগানকে সামনে রেখে নেত্রকোণা জেলা পুলিশ আজ সোমবার (১৪ আগস্ট) সকাল ১১টায় নেত্রকোণা সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ মিলনায়তনে এই কর্মসূচির আয়োজন করে।
প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ।
এসময় রক্তদান কর্মসূচির গুরুত্ব ও সমসাময়িক আইনশৃঙ্খলার পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন নেত্রকোণা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ নুরুল বাসেত, পৌরসভার প্যানেল মেয়র এস এম মহসিন আলম।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) হারুন অর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহ শিবলী সাদিক, নেত্রকোণার মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ লুৎফুল হক, কলেজের শিক্ষক, শিক্ষিকাসহ বিপুল সংখ্যক শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানে তিন শতাধিক রক্তের গ্রুপ নির্ণয় ও ডাটাবেজ তৈরি করা হয়। এছাড়াও জেলা পুলিশের উদ্যোগে ১০ থানায় অনুরুপ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
ইমেরিটাস এডিটরঃ দিলওয়ার খান
সম্পাদক ও প্রকাশকঃ মুহা. জহিরুল ইসলাম অসীম
বার্তা সম্পাদকঃ শরীফা অসীম বর্ষা
অস্থায়ী কার্যালয় : এআরএফবি ভবন, ময়মনসিংহ রোড, সাকুয়া বাজার, নেত্রকোণা সদর, ২৪০০
ফোনঃ ০১৭৩৫ ০৭ ৪৬ ০৪, বিজ্ঞাপন: ০১৬৪৫ ৮৮ ৪০ ৫০
ই-মেইলঃ netrokonajournal@gmail.com
©২০২০-২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত