শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের অভিযানে ৭ কেজি গাঁজাসহ কারবারি আটক
কাওসার খান রনিঃ
নেত্রকোণার শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশের তল্লাশি অভিযানে ০৭ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারি কে আটক করেছে।
১০ ডিসেম্বর রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মো: আশরাফুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় পোস্ট সহ রাত্রিকালীন চেকপোস্ট ডিউটিকালে পূর্বধলা থানাধীন গোয়ালা কান্দা ইউনিয়নের জালশুকা ময়মনসিংহ নেত্রকোনা মহাসড়কে জালসুকা কুমুদগঞ্জ উচ্চ বিদ্যালয়ের পশ্চিম পাশে রাস্তার উপর মোহনগঞ্জ টু ঢাকা গামী জ্যোতি মিয়া পরিবহন এর (রেজি নং ঢাকা মেট্রো ব-১২-২৪৮৮) বাসটি থামিয়ে তল্লাশী করাকালে যাত্রী পূর্বধলা উপজেলার কান্দুলিয়া গ্রামের মো: তারা মিয়ার ছেলে মোঃ আনারুল ইসলাম (১৯) ৭ কেজি গাঁজা সহ গ্রেফতার করে। এ ব্যাপারে মাদক দ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছে।