শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কে দুর্ঘটনায় মৎস্য ব্যবসায়ীর মৃত্যু
মোঃ আমিনুল ইসলাম মন্ডলঃ
শ্যামগঞ্জ-বিরিশিরি আঞ্চলিক মহাসড়কে উপজেলার লালমিয়ার বাজার নামক স্থানে ঔষধ কোম্পানির গাড়ির ধাক্কায় রিয়াজ উদ্দিন (৬৫) নামের এক মৎস্য ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
নিহত রিয়াজ উদ্দিন জারিয়া ইউনিয়নের বাড়হা পশ্চিম পাড়া এলাকার মৃত শেখ জামির উদ্দিনের ছেলে। রিয়াজ উদ্দিন পেশায় একজন মৎস্য ব্যবসায়ী ছিলেন।
রোববার (২১ এপ্রিল) দুপুরে উপজেলার নারায়নডহর এলাকা থেকে মাছ ক্রয় করে তার নিজের ভ্যানে করে বাড়ি ফিরছিলেন।
এমন সময় পেছন থেকে এসকেএফ ফার্মাসিউটিক্যাল লিমিটেডের একটি পিক-আপ তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। ঔষধ কোম্পানির পিক-আপটিও জব্দ করা হয়েছে।