শ্যামগঞ্জ বিরিশিরি সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
মোঃ আমিনুল ইসলাম মন্ডলঃ
নেত্রকোনার পূর্বধলায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। (১১ মে) শনিবার রাত ৩টার দিকে শ্যামগঞ্জ বিরিশিরি আঞ্চলিক মহাসড়কে মাঝিপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানান, শেষ রাতে কোনো এক গাড়ির ধাক্কায় ওই ব্যক্তির মৃত্যু হয়। নিহত ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল ইসলাম বলেন, ধারনা করা হচ্ছে সড়ক পারাপারের সময় গাড়ির ধাক্কায় তার মৃত্যু হতে পারে।
খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তার নাম পরিচিত শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।