সংখ্যালঘুসহ সকলের জান মালের নিরাপত্তায় জামায়াত অতন্ত্র প্রহরী -আমীরে জামায়াত, নেত্রকোণা

প্রকাশিত: ২:১৬ অপরাহ্ণ, আগস্ট ৯, ২০২৪

জ্যেষ্ঠ প্রতিবেদকঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেত্রকোণা জেলা আমির অধ্যাপক সাদিক আহমেদ হাদিস বলেছেন, “তরুণ ছাত্র সমাজের আন্দোলনের ফসল ২০২৪ এর নতুন বাংলাদেশের স্বাধীনতা। এই স্বাধীনতা রক্ষা করার দায়িত্ব আপনার আমার সকলের। রাষ্ট্রকে নতুন করে সংস্কারের দায়িত্ব দেশের জনগণের। স্বৈরাচার ও ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়ে এদেশের মানুষের স্বাধীন কথা বলার সুযোগ সৃষ্টি হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামী এ দেশের সংখ্যালঘুদের পাশে আছে এবং থাকবে।”

জামাতের কর্মীগণ নেত্রকোণা জেলার সকল সংখ্যালঘুদের সহযোগিতায় এগিয়ে এসেছে উল্লেখ করে বলেন, “সনাতন ধর্মাবলম্বীদের মন্দির, আশ্রম ও তাদের নিরাপত্তার জন্য জেলা জামায়াত ইতোমধ্যে জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডে কমিটি গঠন করে তাদের বাড়ি বাড়ি যাচ্ছেন। সকল সংখ্যালঘুদের উপাসনালয় ও জান মালের নিরাপত্তায় অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করছে জামায়াত।”

শুক্রবার (৯ আগস্ট) দুপুরে নেত্রকোণা জেলা প্রেসক্লাবের হলরুমে আয়োজিত সাংবাদিকও সুধি সমাজের সাথে মত বিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি সকল মিডিয়ার ভাইদের সহযোগিতা কামনা করে বলেন, আপনারা এই দেশের মানুষকে, আমাদেরকে সহযোগিতা করুন। আমরা সবাই মিলে একটি সুন্দর দেশ করার জন্য কাজ করব ইনশাল্লাহ।

এসময় তিনি বর্তমান পরিস্থিতিতে জামায়াতে ইসলামীর কার্যক্রম সাংবাদিকদের সামনে তুলে ধরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল বীর শহীদদের জন্য আল্লাহর কাছে সর্বোচ্চ শাহাদাতের মর্যাদা কামনা করেন। আহতদের আরোগ্য কামনা করেন।

জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক মোঃ জহিরুল ইসলামের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি দিলওয়ার খান, জেলা প্রেসক্লাব সদস্য ডাঃ আবুল হোসেন তালুকদার, জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম মোখলেছুর রহমান খান, প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মাহবুবুর রহমান, সহকারী সেক্রেটারি দেলোয়ার হোসেন সাইফুল, সহকারী সেক্রেটারি সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক মাসুম মোস্তফা, পৌর জামায়াতের আমির মোঃ নিজাম উদ্দিন, সদর উপজেলার আমির মাওলানা ওয়ালি উল্লাহ, জেলা শ্রমিক কল্যাণ বিভাগের সভাপতি মোঃ কামাল উদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়াও সাংবাদিকদের মাঝে উপস্থিত ছিলেন বিবিসির জেলা প্রতিনিধি মোঃ ফখরুল হক, এনটিভির জেলা প্রতিনিধি ভজন দাস, যমুনা টিভি ও যুগান্তরের জেলা প্রতিনিধি কামাল হোসাইন, প্রথম আলোর জেলা প্রতিনিধি পল্লব চক্রবর্তী, সময় টিভি ও বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি আলপনা বেগম, ইটিভির জেলা প্রতিনিধি মনোরঞ্জন সরকার, মাই টিভির জেলা প্রতিনিধি ইউরো আনিছ, চ্যানেল ২৪ ও কালবেলার জেলা প্রতিনিধি হানিফ উল্লাহ আকাশ, নিউজ ২৪ এর জেলা প্রতিনিধি সোহান, গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি রাজিব সরকার, দৈনিক বর্তমানের জেলা প্রতিনিধি আবুল কালাম প্রমুখ।