সঠিক ধর্মীয় চর্চা ও শিক্ষা বিস্তারের মধ্যদিয়ে আমাদের এগিয়ে যেতে হবে: সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী
নেজা ডেস্ক রিপোর্টঃ
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু এমপি বলেছেন, সঠিক ধর্মীয় চর্চা ও শিক্ষা বিস্তারের মধ্যদিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। ধর্মীয় উগ্রবাদ ও জঙ্গিবাদ মোকাবেলায় এর কোন বিকল্প নেই। বঙ্গবন্ধু সঠিক ধর্মীয় চর্চা ও বিস্তারের লক্ষ্যে বাংলাদেশে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন। জননেত্রী শেখ হাসিনা এরই ধারাবাহিকতায় সারাদেশে আধুনিক মডেল মসজিদ সহ নানাবিধ কার্যক্রম অব্যাহত রেখেছেন।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকালে নেত্রকোণার সদর উপজেলার ঠাকরাকোণায় মাজাহারুল উলুম মাদ্রাসার ৩ তলা ভিত বিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
মাজাহারুল উলুম মাদ্রাসার সভাপতি আলহাজ্ব ওয়ারেছ তালুকদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান অসিত কুমার সরকার সজল, সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মানিক, সদর ভূমি কমিশনার আকলিমা আক্তার, সদর থানার অফিসার ইনচার্জ লুৎফুর রহমান সহ স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীরা।