সড়ক দুর্ঘটনায় আহত কলমাকান্দা আমীরে জামায়াতের সুস্থতা কামনায় দোয়া
বিশেষ প্রতিনিধিঃ
সড়ক দুর্ঘটনায় আহত নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলা আমীরে জামায়াত মাওলানা হাবিবুর রহমানকে দেখতে ও খোজখবর নিতে হাসপাতালে ছুটে যান বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মো. মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া।
সোমবার (৯ই সেপ্টেম্বর) ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতাল, কাকরাইলে তাকে দেখতে যান তিনি। এসময় তাঁর সুস্থতা কামনায় দোয়া করা হয়।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, এনডিএফ-এর সেক্রেটারি এমদাদুল হক, জয়েন্ট সেক্রেটারি আবু ইসহাক ভূঁইয়া, নেত্রকোণা জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক জহিরুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য আবুল হাসেম সহ পরিবারের সদস্যবৃন্দ।
সূত্র জানায়, গত ৭ই সেপ্টেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামী নেত্রকোণা জেলা শাখা আয়োজিত ইউনিট প্রতিনিধি সম্মেলন থেকে ফেরার পথে উপজেলা আমীর সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয়ে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতাল কাকরাইল-এ আইসিইউ-তে চিকিৎসাধীন আছেন।
খবর পেয়ে মো. মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া হাসপাতালে ছুটে গিয়ে মাও. হাবিবুর রহমানের চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন এবং পরিবারের সদস্যদের ধৈর্য ধারণ করার অনুরোধ জানান। যেকোনো সহযোগিতায় তিনি পাশে থাকবেন বলে জানান।
পরে তিনি মাও. হাবিবুর রহমানের সুস্থতা কামনায় মহান রাব্বুল আলামিনের নিকট উপস্থিত সকলকে নিয়ে দোয়া করেন। তিনি আশা প্রকাশ করেন, মাও. হাবিবুর রহমান দ্রুত সুস্থ হয়ে আবার ইসলামি আন্দোলনের কাজে নিবেদিত প্রাণ সৈনিক হিসেবে পূর্বের ন্যায় ময়দানে ভূমিকা পালন করবেন।