সত্যের পেছনের সত্য জানতে, জলসিঁড়ি পাঠাগারের বই বিতরণ
রাজেশ গৌড়ঃ
পাঠাভ্যাস বৃদ্ধি ও আত্মজাগরণে বৃহস্পতিবার দুপুরে কাকৈরগড়া ইউনিয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ে উন্নত জীবন নামক মননশীল বই বিনামূল্যে বিতরণ করা হয়।
জলসিঁড়ি পাঠাগার, সময় প্রকাশন ও আগামী নেত্রকোণা চ্যাপ্টারের সমন্বয়ে বইগুলো বিতরণ করা হয়। এ সময় স্কুলটির প্রধান শিক্ষিকা রীনা নাসরিন, নগুয়া ভাউরতলা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মুহাম্মদ আজিজুর রহমান খান, শিক্ষক ও ক্রীড়া সংগঠক শহীদুল্লাহ শামীম, পাসপোর্ট অধিদপ্তরের কর্মকর্তা শহিদুর রহমান, সহকারির শিক্ষক রুকনুজ্জামান সুমন, শিক্ষক মোফাজ্জল হোসেন ও জলসিঁড়ি পাঠাগারের প্রতিষ্ঠাতা দীপক সরকার শিক্ষার্থীদের সত্যানুবর্তি এবং সত্যের পেছনের সত্য জানতে আহবান করেন।
জানা যায়, নেত্রকোণা সদর ও দুর্গাপুর উপজেলায় দশটি স্কুলে ডা. লুৎফর রহমানের লেখা উন্নত জীবন নামক পাঁচশত বই বিতরণ করা হবে। তারপর পাঠ প্রতিক্রিয়া মূল্যায়ন করে সেরা বিশজন পাঠককে পুরস্কৃত করা হবে।