সত্য ঘটনা অবলম্বনে রোমেল ইশতিয়াক এর এক গুচ্ছ প্রেমের কবিতা

প্রকাশিত: ৪:৪২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২৪


আমার পছন্দ তুমি-

তোমার পছন্দ-
দুরের ভ্রমনে রিসোট, শীতের কুয়াশা, বুনো ঝিঝির ডাক, ভোরের দুবলাঘাসে খালি পায়ে শিশির স্নান।
আমার পছন্দ-
…তুমি…

তোমার পছন্দ-
আলতো ছোয়া, ছিমছাম মৃদ বাতাস, বেলকুনিতে সুগারহীন গ্রীনটি, নীম্নশব্দে নব্বই দশকের গান,সাথে স্নান।
আমার পছন্দ-
…তুমি…

তোমার পছন্দ-
মধ্য রাতের কনকনে শীতে মাঝ রাস্তায় আইসক্রিম।
হাত ধরে রাস্তা পার হওয়া, টংয়ের দোকানে চা, ভাপাপিঠা,মম,খেতাপুরি,চটপটি, ফুসকা,ঝাল চিকেনে ফ্রান্সফ্রাই।
আমার পছন্দ-
…তুমি…

তোমার পছন্দ-
ম্যাচিং পোশাক, পরিছন্ন ফার্নিচার, ব্রান্ড প্রসাধনী, অনলাইন শপিং, শপিংমলের প্যাকেটজাত পন্ন।
আমার পছন্দ-
…তুমি…

তোমার পছন্দ-
চেক শার্ট, চাপ দাড়ি, ইনোসেন্ট লুক, খুব পার্সোনালিটি।
আমার পছন্দ-
…তুমি…

তোমার পছন্দ-
গুছিয়ে মিথ্যাবলা,প্রতিনিয়ত প্রেমে পড়া, এক ঢিলে বহু পাখি শিকার, গুলশান বনানীর সুগার ড্যাডি।
আমার পছন্দ-
…তুমি…

তোমার পছন্দ-
হার-না-মানা, বদমেজাজি, জেতার নেশা,বোকার মতো পন্ডিতি।
আমার পছন্দ-
…তুমি…

তোমার পছন্দ-
ভালোবাসার নামে কারো বিছানার কোল বালিশ।
ময়মনসিংহ, ভালুকা,গৌরিপুরের রিসোর্টে কাটানো
জানালার গ্রীলের ফাঁক দিয়ে ফেলে দেওয়া প্যাকেট।
আমার পছন্দ-
…তুমি…


একই নাটকের পুনরাবৃত্তি

যে রমণীর নয়নের জলে
অনবরত ভাসতে ভাসতে
কুল হারিয়েছি..!
ভেবোনা সেই রমনী শুধু তোমাতেই কাঁদবে..!

তাৎক্ষণিক গ্লিসারিনহীন কাঁদার পারদর্শিতায় রমনী তারকাক্ষ্যাতি পেতেই পারে..!
কারো মন পাবে কি..?
রমনীর একই সুরের প্রেমের বার্তা অনেকের জন্য রুটিন করে স্বরলিপিতে বাজে..!

রুটিন করে একই দিনে অনেকের রঙে সাজে.!
রমনীর লুকায়িত তিলের মতো বহু গুপ্তচর গোপনীয়..!
সুলতানের আসনে বসে এখন কালাকৃষ্ণ বাঁশি বাজায়..!
চলে…

একই নাটকের পুনরাবৃত্তি..!
সমুদ্রের জল শুকিয়ে গেলেও রমনীর চোখের জল শুকালোনা..!
তবে কি……
এখানে সাতার কাটে দেবতা…?


দাগ

তোমার ডান কানের নিচে আমার একে দেওয়া
দাগ হয়তো
আজ আরো গাড়ো হবে -!
নয় তো মিশে যাবে –
শুধু মিশবেনা আমাদের ক্ষত -!

কেউ জানবেনা
তোমার নিখুত অভিনয়ে…
আমার অস্তিত্ব -!

কেউ জানবেনা
হৃদয়ের দাগে
কতোটা ক্ষত…!

আল্পনাতে
একে নেবো
ঢেকে দেবো.!
সব ক্ষত দাগ..!
(চলমান)


এখন আমি অন্য রকম

ভাবনাতে সব কবর দিয়েছি-
নিয়েছি বন্দি খাচার উন্মুক্ত সুখ!
মেঘ ছোয়া পাহার সমান ব্যাথা নিয়ে-!
বাজিয়েছি ছুটির ঘন্টা-!

বেলা শেষে নেই প্রয়োজন-!
এখন আমি অন্য রকম-!

এখন পছন্দের বারান্দায়-
রোদ আসতে দেইনা পাশের ফ্লাটের,
পলেসতারহীন দেয়াল -!

বিছানার মৃত্যুদন্ডে,আমাদের এপাশ ওপাশ-!
মনের ফাঁশিতে আর বন্ধ হবেনা সিলিং ফ্যান!
অভিমানের টেলিভিশন,
এখন সারারাত আলোদেয় ভিন্ন তরঙ্গে!

বেলা শেষে নেই প্রয়োজন-!
এখন আমি অন্য রকম-!
(চলমান)


তুমি কষ্ট পাবে বলে

তুমি কষ্ট পাবে বলে-
তোমার সাজানো মিথ্যা,যত্ন করে মানি!
তুমি কষ্ট পাবে বলে-
হাজার কষ্ট চিপে,তোমার সুখ কুড়িয়ে আনি!

তুমি কষ্ট পাবে বলে-
সব কষ্ট লুকিয়ে রাখি।
তুমি কষ্ট পাবে বলে-
সব পছন্দে দেই ফাঁকি।

তুমি কষ্ট পাবে বলে-
শূন্য পকেটে, চাইনি ভালোবাসা।
তুমি কষ্ট পাবে বলে-
রোজ লুকিয়ে, তোমার গলীতে আসা।

তুমি কষ্ট পাবে বলে-
তোমার স্বপ্নে আসিনা তাই!
তুমি কষ্ট পাবে বলে-
সাজি বুনো ফুল, যা মন চায়!

তুমি কষ্ট পাবে বলে-
দম বন্ধ হওয়ার ভয় !
তুমি কষ্ট পাবে বলে-
ক্যান আমার কষ্ট হয়?