
কলমাকান্দা থেকে রীনা হায়াৎঃ
নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার বড়খাপন ইউনিয়নে কর্মী সমাবেশ ও মতবিনিময় সভা বুধবার অনুষ্ঠিত হয়েছে।
বড়খাপন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম জীবনের সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সাংসদ মানু মজুমদার এমপি উপরোক্ত মন্তব্য করে শেখ হাসিনা সরকারের ব্যাপক উন্নয়ন ও কল্যাণমূখী কর্মকান্ডের ফিরিস্তি উপস্থাপন করেন।
সাংসদ মানু মজুমদার এমপি ধারাবাহিক ভাবে সরকারের উন্নয়ন কর্মকান্ড জনগন ও তৃনমূল পর্যায়ে ব্যাপক প্রচারের লক্ষ্যে মত বিনিময় সভা করে যাচ্ছেন।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এমপি পত্নি নারীনেত্রী ক্যামেলিয়া মজুমদার জেলা আওয়ামী লীগ সম্পাদক সামসুর রহমান লিটন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আজাদ, সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন, উপজেলা আওয়ামীলীগ নেতা শামীম আহমেদ, মহিদুর রহমান লিটন, বদুয়েল চিসিম, নাজিম উদ্দীন, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান সেলিম, সাধারণ সম্পাদক পলাশ কান্তি বিশ্বাস, উপজেলা ছাত্রলীগের আহবায়ক সোহেল রানা, যুগ্ম আহবায়ক আওয়াল মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক অমিত সরকার।