সহজ যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা আওয়ামী লীগের অন্যতম লক্ষ্য- রুহী এমপি
রাজেশ গৌড়ঃ
দুটি ১৫ মিটার দৈর্ঘোর সেতুর ভিত্তি প্রস্থর স্থাপন উদ্বোধন কালে এমপি মোশতাক আহমেদ রুহী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের রোল মডেলে পরিণত হচ্ছে। সহজ যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা আওয়ামী লীগের অন্যতম লক্ষ্য। নেত্রকোনা-১ আসনকে মডেল এলাকা হিসেবে গড়ে তোলা হবে।
নেত্রকোনার দুর্গাপুরে গ্রামীণ রাস্তায় দুটি ১৫ মিটার দৈর্ঘোর সেতু নির্মাণের ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়েছে। সোমবার বিকেলে (ভার্চুয়ালি) যুক্ত হয়ে এ দুটি সেতুর ভিত্তি প্রস্থর স্থাপন করেন নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহী ।
সেতু দুটি হলো উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের বিশ্বনাথপুর মরা মার্কেট হইতে আদমপুর রাস্তায় ইসমাইলের বাড়ির পাশে খালের উপর ১৫ মিটার সেতু নির্মাণ ও কাকৈরগড়া ইউনয়নের নগুয়া থেকে টেউটুকোন বাচ্চু মিয়ার বাড়ি সংলগ্ন নগুয়া যাওয়ার রাস্তায় সেতু নির্মাণ।
উদ্বোধন কালে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, সাবেক দপ্তর সম্পাদক মোবারক হোসেন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ইবনে মাসুদ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সফিকুল ইসলাম সফিক, আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম বেগ, যুবলীগ নেতা রায়হান, মহিউদ্দিন আল জিহাদ, সাবেক ছাত্রনেতা তোফায়েল আহমেদ লিজন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।