সাংবাদিকদের ঐক্যবদ্ধ করতে সচেষ্ট ছিলেন সাংবাদিক রুহুল আমিন গাজী
নেজা ডেস্ক রিপোর্টঃ
বীর মুক্তিযোদ্ধা রহুল আমিন গাজী ছিলেন সাংবাদিকদের আশ্রয়স্থল। যিনি দল-মতের উর্ধ্বে থেকে জীবনভর মানবকল্যাণের জয়গান গেয়ে গেছেন। সাংবাদিকদের ঐক্যবদ্ধ করতে তিনি সচেষ্ট ছিলেন। শত বাঁধা উপেক্ষা করে তিনি সাংবাদিকদের অধিকার আদায়ে আমৃত্যু লড়াই-সংগ্রাম করে গেছেন।
বুধবার (২৭ নভেম্বর) দুপুরে নেত্রকোণা জেলা প্রেসক্লাবে সাংবাদিক কল্যাণ সংস্থা নেত্রকোণা জেলা শাখা আয়োজিত বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি রুহুল আমিন গাজীর স্মরণ সভায় এসব কথা বলেন। সাংবাদিক ও প্রাবন্ধিক বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী।
নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সদস্য সচিব ও আয়োজক সংগঠনের সভাপতি ম. কিবরীয়া চৌধুরী হেলিমের সভাপতিত্বে ও দৈনিক সংগ্রাম পত্রিকার জেলা প্রতিনিধি জ্যেষ্ঠ সাংবাদিক দিলওয়ার খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক খুরশীদ আলম, নেত্রকোনা সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রাবন্ধিক ননী গোপাল সরকার, জেলা সুজনের সভাপতি ও প্রবীণ সাংবাদিক শ্যামলেন্দু পাল, জামায়াত ইসলামের জেলা আমীর অধ্যাপক মাওলানা ছাদেক আহমাদ হারিছ, বিএনপির যুগ্ম আহ্বায়ক এসএম মনিরুজজামান দুদু, কবি তানভীর জাহান চৌধুরী, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম মুখলেছুর রহমান খান, কবি এনামুল হক পলাশ, জনকণ্ঠের সাংবাদিক সঞ্জয় সরকার, প্রথম আলোর প্রতিনিধি পল্লব চক্রবর্তী, চ্যানেল টুয়েন্টি ফোর এর হানিফ উল্লাহ আকাশ প্রমুখ।
মো. শহিদুল ইসলাম বলেন, ‘রুহুল আমিন গাজী ছিলেন একজন সৎ, নির্ভীক ও সাহসী সাংবাদিক। তিনি ঐক্যবদ্ধ সাংবাদিক তৈরির কারিগর ছিলেন। সাংবাদিকতা জীবনে তিনি কোনো অপশক্তির কাছে মাথা নত করেননি। তরুণ, যুবক, প্রবীণসহ সব বয়সী মানুষকে কাছে টানতে তাঁর অসাধারণ নেতৃত্ব ছিল। তিনি বাইকে একত্র করতে পারতেন।’
ম. কিবরীয় চৌধুরী বলেন, ‘আমাদের এই সমাজে আলোকিত মানুষের বড় অভাব। অসাম্প্রদায়িক চিন্তা-চেতনার মানুষ ছিলেন রহুল আমিন গাজী। তিনি এই সমাজকে আলোর পথ দেখিয়ে গেছেন। সাংবাদিকদের পাশে থেকে লড়াই-সংগ্রাম করে গেছেন। যে কারণে মৃত্যুর পরেও তিনি প্রাসঙ্গিক। তাঁর নীতি-আদর্শকে ধারণ করে চলতে হবে।’
দিলওয়ার খান বলেন, ‘একজন নেতার যা যা গুণাবলী থাকার প্রয়োজন তা সব রহুল আমিন গাজীর ছিল। তিনি যোগ্যতার সঙ্গে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতির দায়িত্ব পালন করেছেন। সাংবাদিকদের অধিকার আদায়ে তাঁর কোনো বিকল্প ছিল না। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে অন্যায়ের বিরোধিতা করতে গিয়ে দীর্ঘদিন কারাবরণ করতে হয়েছে তাঁকে। তবু তিনি অন্যায়ের প্রতিবাদ করতে পিছপা হননি।’
রহুল আমিন গাজী ২৪ সেপ্টেম্বর রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন। তিনি কিডনিসংক্রান্ত রোগসহ বিভিন্ন রোগে বেশ কিছুদিন ধরে ভুগছিলেন।