সাংবাদিকদের সম্মানে নেত্রকোণা জেলা জামায়াতের ইফতার

প্রকাশিত: ১২:৪৪ পূর্বাহ্ণ, মার্চ ১২, ২০২৫

নেজা ডেস্ক রিপোর্টঃ
সাংবাদিকদের সম্মানে জামায়াতে ইসলামী নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) সন্ধ্যায় কুরপাড়স্থ জেলা কার্যালয়ে এ আয়োজন করা হয়।

জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা ছাদেক আহমাদ হারিছের সভাপতিত্বে এবং জেলা মিডিয়া বিভাগের সেক্রেটারি মো. জহিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জামায়াতের জেলা সেক্রেটারি অধ্যাপক মাওলানা মাহবুবুর রহমান, পৌর আমির মো. রফিকুল ইসলাম, পৌর নায়েবে আমির ডা. আবুল হোসেন তালুকদার, জ্যেষ্ঠ সাংবাদিক দিলওয়ার খান ও এম. মুখলেছুর রহমান খান প্রমুখ।

এসময় যমুনা টেলিভিশনের কামাল হোসাইন, দৈনিক ইনকিলাবের একেএম আব্দুল্লাহ, প্রথম আলোর পল্লব চক্রবর্তী, নিউজ ২৪-এর সোহান আহমেদ কাকন, চ্যানেল ২৪-এর হানিফ উল্লাহ আকাশ, আমাদের সময়ের আজহারুল ইসলাম বিপ্লব, নয়া দিগন্ত মাল্টিমিডিয়ার আবুল কালাম, ডিবিসি নিউজের লিমনসহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা ছাদেক আহমাদ হারিছ বলেন, “সাংবাদিকরা জাতির বিবেক। সমাজের স্বার্থে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতীতের মতো ভবিষ্যতেও সাংবাদিকরা তাদের দায়িত্বশীল ভূমিকা পালন করবেন বলে আশা করছি।”

এসময় জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাওলানা মাহবুবুর রহমান বলেন, “সাংবাদিকরা জাতির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আপনারা এখানে এসেছেন, এজন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও সাংবাদিকদের কল্যাণে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।