সাংবাদিক সালাউদ্দিন সালামের বাবা আর নেই

প্রকাশিত: ১০:১৪ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০২৪

নিজস্ব প্রতিবেদক :
কেন্দুয়া উপজেলার নওপাড়া ইউনিয়ন বিএনপিরের দুর্গাপুর গ্রামের বাসিন্দা সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক সাংবাদিক সালাউদ্দিন সালামের বাবা আব্দুল মজিদ মেম্বার আর নেই।

আজ মঙ্গলবার (৩১) ডিসেম্বর) ভোরে নিজ বাড়িতে ইন্তেকাল ফরমাইয়াছেন (ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি মৃত্যুকালে স্ত্রীসহ দুই পুত্র ও এক কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন কেন্দ্রীয় বিএনপি নেতা জেলা বিএনপি সদস্য সচিব ও নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসন থেকে বার বার ধানের শীষের মনোনয়নপ্রাপ্ত আলহাজ্ব ড.রফিকুল ইসলাম হিলালী, ইঞ্জিনিয়ার সেলিম, উপজেলা বিএনপি সভাপতি জয়নাল আবেদীন,সাধারণ সম্পাদক মজিবুর রহমান মজনু, নওপাড়া ইউনিয়ন বিএনপি সভাপতি মাজহারুল ইসলাম মাজু, কেন্দুয়া প্রেসক্লাব সভাপতি সেকুল ইসলাম খান,সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিম, রিপোর্টার্স ক্লাব সাধারণ সম্পাদক লাইমুন হোসেন ভূঁইয়াসহ স্থানীয় গণমাধ্যমকর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ,দৈনিক দিনকাল বার্তা সম্পাদক, জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দসহ আরো অনেকেই।

বিকাল ৩টায় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফনকাজ সম্পন্ন করা হয়েছে।