সাইবার অপরাধ দমন, মাদক ও বাল্যবিবাহ রোধে নেত্রকোণা জেলা পুলিশের নানামুখী উদ্যোগ
কাওসার খান রনিঃ
নেত্রকোণায় বিট পুলিশিং কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে ইভটিজিং, মাদক, নারী নির্যাতন , বাল্যবিবাহ, মোবাইলের অপব্যবহার, কিশোর গ্যাং, আত্মহত্যা বিষয়ক ক্ষতিকর দিক সম্পর্কে ছাত্র-ছাত্রীদের সচেতনতা বৃদ্ধিতে আলোচনা করা হয়।
সোমবার (৩০ অক্টোবর) জেলার অন্তত ২০০টির অধিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকদের সহায়তায় এ কার্যক্রম পরিচালনা করে নেত্রকোণা জেলা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, নেত্রকোণায় পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে জেলার ১০টি থানায় ১০১টি বিটে সাব ইন্সপেক্টর পদমর্যাদার একজন দায়িত্বশীল পুলিশ অফিসার নিয়োজিত রয়েছে। যারা সামাজিক অপরাধ দমনে কাজ করে যাচ্ছেন।
কোথাও উক্ত অপরাধ গুলি সম্পর্কে সংবাদ পাওয়া গেলে বা ছাত্রছাত্রীরা জানতে পারলে, জাতীয় জরুরি সেবা নাম্বার – ৯৯৯ এবং হ্যালো এসপি নম্বরের যোগাযোগ করার জন্য বলা হয়।
স্কুলের শিক্ষার্থীদের সচেতন করতে জেলা পুলিশের এই উদ্যোগ সময়োপযোগী বলে বিভিন্ন ব্যক্তিবর্গ মন্তব্য করেন। বিট পুলিশিং কর্মকর্তাগণ তাদের কার্যক্রমের অংশ হিসেবে নিয়মিত ভাবে এলাকার বিভিন্ন গোষ্ঠীগত দ্বন্দ্ব, জঙ্গি, সন্ত্রাসবাদ, মাদকদ্রব্য নির্মূলসহ সার্বিক আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রনের লক্ষ্যে ইউপি চেয়ারম্যান, সদস্য এবং স্থানীয় জনগনকে সাথে নিয়ে বিট পুলিশিং উঠান বৈঠকের মাধ্যমে সংশ্লিষ্ট সকলকে সচেতন করেন।
এ বিষয়ে জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ লুৎফর রহমান জানান, পুলিশ সুপার মো: ফয়েজআহমেদ এঁর নির্দেশে জেলার ১০১ বিটে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ শিক্ষার্থীদের সচেতন করতে এই কার্যক্রমে অংশগ্রহণ করেন। নিয়মিত অপরাধ দমন ও নিবারণের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে সমাজের সকল অসংগতি বিরুদ্ধে জেলা পুলিশের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকার কথাও জানান তিনি।