কলমাকান্দা প্রতিনিধিঃ
নেত্রকোনা -১ (দুর্গাপুর-কলমাকান্দা) ১৫৭ আসনের সাবেক সংসদ সদস্য, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, বাংলাদেশ প্রতিরোধ যোদ্ধা কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এমপি মানু মজুমদার মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ২:৩০ মিনিটে ভারতের নারায়াণা হেলথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।
এর আগে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে ভর্তি হন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে এয়ার অ্যাম্বুলেন্সে ভারতে পাঠানো হয়।
কলমাকান্দাবাসী সাবেক এই সংসদ সদস্য মানু মজুমদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে এবং তাঁর পরিবারের শোকাহত সকল সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছে।
মৃত্যুকালে তিন কন্যা, স্ত্রী ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন তিনি। পরিবার ও বিশেষ সুত্রে জানা যায়, তাহার লাশ রাষ্ট্রীয়ভাবে দেশে আসার পর গার্ড অফ অনার শেষে তাঁর শেষ কৃত্যানুষ্ঠান সম্পূর্ণ হবে।
ইমেরিটাস এডিটরঃ দিলওয়ার খান
সম্পাদক ও প্রকাশকঃ মুহা. জহিরুল ইসলাম অসীম
বার্তা সম্পাদকঃ শরীফা অসীম বর্ষা
অস্থায়ী কার্যালয় : এআরএফবি ভবন, ময়মনসিংহ রোড, সাকুয়া বাজার, নেত্রকোণা সদর, ২৪০০
ফোনঃ ০১৭৩৫ ০৭ ৪৬ ০৪, বিজ্ঞাপন: ০১৬৪৫ ৮৮ ৪০ ৫০
ই-মেইলঃ netrokonajournal@gmail.com
©২০২০-২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত