সারাদেশে ধর্ষণ ও নারী নির্যাতনে বিরুদ্ধে বারহাট্টায় মানববন্ধন
লতিবুর রহমানঃ
নেত্রকোণার বারহাট্টায় সারাদেশে অব্যাহতভাবে ধর্ষণ ও নারী নির্যাতন এখনো চলমান থাকায় ধর্ষণ ও নির্যাতনের বিরুদ্ধে সরকারের কঠোর পদক্ষেপ গ্রহণের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বাউসী ইউনিয়ন কমিউনিটি ফোরামের উদ্যোগে বাউসী বাজারে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন নারী নেত্রী সাবিকুন্নাহার মনি, রূপগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ফারুক আহমেদ, কমিউনিটি ফোরাম সভাপতি বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী।
মানববন্ধনের সাথে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন বিএনপিএস বারহাট্টা কেন্দ্রের কেন্দ্র ব্যবস্থাপক সুরজিত কুমার ভৌমিক।
এছাড়াও শিক্ষক, শিক্ষার্থী, নারীনেত্রী, সুশীল সমাজের ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রায় শতাধিক মানুষ অংশ গ্রহণ করেন।