সীমান্তে ট্রাকসহ ২৫ লক্ষ টাকা মূল্যের ৫শ’ ভারতীয় কম্বল আটক করেছে ৩১ বিজিবি

প্রকাশিত: ১০:১৯ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০২৪

নেজা ডেস্ক রিপোর্টঃ
নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর চোরাচালান বিরোধী অভিযানে ৫০০ পিস ভারতীয় কম্বল আটক করা হয়েছে। এসময় জব্দ করা হয়েছে চোরাচালানে ব্যবহৃত একটি ট্রাকও।

রোববার (২৪ নভেম্বর) দুপুরে গণমাধ্যমে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিরতে এ তথ্য জানিয়েছেন নেত্রকোণা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) কমান্ডিং অফিসার লে. কর্নেল এ এস এম কামরুজ্জামান (পিবিজিএম)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ নভেম্বর রোববার আনুমানিক ৩টার দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই ব্যাটালিয়নের চারুয়াপাড়া বিওপি’র ১৬ সদস্যের একটি বিশেষ টহল দল ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার গামারতলী ইউনিয়নের নরসিংহপুর এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ১টি ট্রাকসহ ৫০০ পিস ভারতীয় কম্বল আটক করা হয় যার আনুমানিক সিজার মূল্য ২৫ লক্ষ টাকা।