সুন্দর আচারণের মাধ্যমে জনগণকে বিএনপির দিকে আকৃষ্ট করতে হবে-ড. রফিকুল ইসলাম হিলালী

প্রকাশিত: ৪:০২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২৪

মজিবুর রহমান :
নেত্রকোণার কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকালে সান্দিকোনা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নেতা ও জেলা বিএনপির সদস্য সচিব ড.রফিকুল ইসলাম হিলালী।

এসময় বক্তব্য দেন জেলা বিএনপি নেতা এস. এম মনিরুজ্জামান দুদু,উপজেলা বিএনপি সম্পাদক মজিবুর রহমান ভূঁইয়া মজনু,পৌর বিএনপি সভাপতি খোকন ডিলার, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান, ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ভূঁইয়া রোকন, আমজাদ হোসেন বাচ্চু, উপজেলা কৃষকদলে আহবায়ক মাহাবুর রহমান মহসিন,ছাত্রদল নেতা আল আমিন প্রমূখ। কর্মীসভাটি হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতে জনসভায় রূপ নেয়।

প্রধান অতিথি বক্তব্যে ড.রফিকুল ইসলামের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এক গুচ্ছ বার্তা নেতাকর্মীদের মাঝে উপস্থাপন করেন। তিনি বলেন, আমাদের নেতা তারেক রহমান বলেছেন, আওয়ামীলীগ দুঃশাসনের ফলে আজ দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে, তাই আমাদের নেতাকর্মীদের কারোর আচারণ যাতে এমন না হয়। আমরা মুসলিম, হিন্দুসহ সকল ধর্মের ভাই ভাই হয়ে সম্প্রতির বাংলাদেশ গড়ে তুলবো। আমরা এখনো ক্ষমতায় আসেনি, ছাত্রজনতা আন্দোলনে ফ্যাসিবাদী আওয়ামীলীগ সরকারকে হটিয়ে মুক্ত আকাশে বসবাস করছি মাত্র। সামনে আমাদের আরো অনেক পথ পাড়ি দিতে হবে।

তাই সুন্দর আচার-আচারণের মাধ্যমে জনগণকে বিএনপির দিকে আকৃষ্ট করার জন্য নেতাকর্মীদের প্রতি আহবান রাখেন হিলালী।