সুন্দর পৃথিবী এবং নির্মল মোহনগঞ্জ গড়ার লক্ষে বৃক্ষ রোপন অভিযান

প্রকাশিত: ৩:৪৮ অপরাহ্ণ, মার্চ ২৬, ২০২৪

কামরুল ইসলাম রতনঃ
নেত্রকোণার মোহনগঞ্জ পৌর শিশুপার্কে সুন্দর পৃথিবী এবং নির্মল মোহনগঞ্জ গড়ার লক্ষ্যে বৃক্ষ রোপন অভিযান-২০২৪ পালিত হয়েছে।

মঙ্গলবার ( ২৬ মার্চ ) বিকালে পৌর শিশুপার্কে এ বৃক্ষ রোপন অভিযান আনুষ্ঠানিক ভাবে উদ্ভোধন করেন পৌর মেয়র লতিফুর রহমান রতন।

‘জীবন গঠনে হৃৎস্পন্দনে বাঁচি মোরা বৃক্ষের দানে সুন্দর পৃথিবী এবং নির্মল মোহনগঞ্জ গড়ার লক্ষ্যে ‘এই শ্লোগানকে সামনে রেখে মোহনগঞ্জ পৌর শিশুপার্কে গ্রীন মোহনগঞ্জের উদ্দ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

ইয়াসির আরাফাত রনির সঞ্চালনায় এসময় বক্তব্য প্রদান করেন (বারহাট্টা সার্কেল) অতিরিক্ত পুলিশ সুপার সুমন কুমার দাস, অফিসার ইনচার্জ ( ওসি) দেলোয়ার হোসেন,ব্যাংকার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সায়েম রহমান, আহমেদ শরীফ রনি, ইমন রাজ প্রমুখ।