সুমেশ্বরী নদীর অবৈধ বালু উত্তোলন ও নদীভাঙন পরিদর্শন করেন বেলা’র প্রধান নির্বাহী রিজওয়ানা

প্রকাশিত: ৩:৫৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০২৩

কাওসার আলম রনিঃ
নেত্রকোণা জেলার সীমান্তে গারো পাহাড়ের বুক চিরে প্রবাহিত খরস্রোতা নদী সুমেশ্বরী নদী থেকে অননুমোদিত ভাবে ও নির্বিচারে বালু উত্তোলনের ফলে নদীর নাব্যতা ও গতিপথ হারানোসহ এর জীববৈচিত্র্য, মৎস্যসম্পদ বিলুপ্তি, নদী নির্ভর জনগোষ্ঠীর জীবন-জীবিকা, পরিবেশ দূষন ও নদী ভাঙন হুমকির মুখে পড়েছে।

বিষয়টি পর্যবেক্ষণের লক্ষ্যে নেত্রকোণার দূর্গাপুর উপজেলার সুমেশ্বরী নদীতে অবৈধ বালু উত্তোলন, নদীভাঙন এবং বিভিন্ন স্থান পরিদর্শন করেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলা’র প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান।

সোমবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে দূর্গাপুরের কমরেড মনি সিংহ জাদুঘরে এসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি), বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) ও পানি অধিকার ফোরামের উদ্যোগে পরে পরিদর্শন শেষে এলাকাবাসীর সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় বেলা’র হেড অব প্রোগ্রাম ফিরোজুল ইসলাম, বেলা’র এ এম এম মামুন, সায়েমা আফরোজ, গৌতম চন্দ্র চন্দ, দুর্গাপুরের বেলার নেটওয়ার্ক মেম্বার কামাল পাশা, নূরুল ইসলাম, আশুতোষ সরকার এবং দুর্গাপুরের সিভিল সোসাইটির মোঃ আব্দুল্লাহ প্রমূখ উপস্থিত ছিলেন।