বিশেষ প্রতিনিধিঃ
নেত্রকোণা জেলা প্রশাসকের কাছে সুসং দুর্গাপুর সুমেশ্বরী নদী থেকে বালু উত্তোলনে ও নদীটি আর ইজারা না দেওয়ার দাবিতে দুর্গাপুর এলাকার একহাজার দুইশত জনের স্বাক্ষর সম্বলিত স্মারক লিপি দেওয়া হয়েছে।
২৪ আগস্ট দুপুরে নেত্রকোনা জেলা প্রশাসকের কাছে দেওয়া স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, নেত্রকোণা জেলার সুসং দুর্গাপুর উপজেলার একমাত্র পাহাড়ি নদী সোমেশ্বরী নদী উক্ত নদী থেকে ভালো উত্তোলন অব্যাহত রয়েছে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলার উচ্চ আদালতে রিট আবেদনের প্রেক্ষিতে (মামলানং ৫৩৩২/২০১৫) মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একটি ব্যাঞ্চ নির্দেশ জারি করে।
মহামান্য আদালতের নির্দেশ অমান্য করে আইন বহির্ভূতভাবে বালু উত্তোলন চলছে এর প্রেক্ষিতে নদীর তীর সংরক্ষণ বাধ টি হুমকির মুখে পরেছে পাশাপাশি যত্রতত্র বালু উত্তোলন করায় সুমেশ্বরী নদীর স্বাভাবিক পানি প্রবাহ বাধা গ্রস্থ হচ্ছে। নদীর জলজ উদ্ভিদ ও প্রাণিকূল বিলুপ্তির হচ্ছে সর্বোপরি সোমেশ্বরী নদীর প্রাকৃতিক বৈচিত্র্য দিন দিন হারিয়ে যাচ্ছে।
দুর্গাপুরের সুমেশ্বরী নদীকে ঘিরে পাঁচটি বালু মহান রয়েছে । নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয় থেকে উক্ত মহলগুলো ইজারা দেওয়া হয়। স্মারক লিপিতে এলাকাবাসী বালু মহাল ইজারা বন্ধে এবং অবৈধ পন্থা বালু উত্তোলন নিষিদ্ধকরণ, পরিকল্পিতভাবে বালু উত্তোলনের সকল আইন-কানুন বাস্তবায়ন । নদীর পরিবেশ রক্ষার্থে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা ও মহামান্য আদালতের রায় বাস্তবায়ন করা দাবি জানানো হয়।
এ সময় এলাকাবাসীর পক্ষে শিক্ষক পল্টন হাজং, কামাল হোসেন, পিষুস কান্তি, এআরএফবি চেয়ারম্যান ও নেত্রকোনা বেলা নেটওয়ার্ক সদস্য দিলওয়ার খান, বেলার বিভাগীয় প্রধান (টাঙ্গাইল অঞ্চল) গৌতম চন্দ চন্দ্র উপস্থিত ছিলেন।
ইমেরিটাস এডিটরঃ দিলওয়ার খান
সম্পাদক ও প্রকাশকঃ মুহা. জহিরুল ইসলাম অসীম
বার্তা সম্পাদকঃ শরীফা ইসলাম বর্ষা
অস্থায়ী কার্যালয় : এআরএফবি ভবন, ময়মনসিংহ রোড, সাকুয়া বাজার, নেত্রকোণা সদর, ২৪০০
ফোনঃ ০১৭৩৫ ০৭ ৪৬ ০৪, বিজ্ঞাপন: ০১৬৪৫ ৮৮ ৪০ ৫০
ই-মেইলঃ netrokonajournal@gmail.com
©২০২০-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত