সুযোগ পেলে আপনাদের ঋণ বিনা পয়সায় পরিশোধ করবো : কেন্দুয়ায় জনসভায় রফিক হিলালী
মজিবুর রহমান :
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নেত্রকোণার কেন্দুয়া উপজেলা ও পৌর বিএনপি আয়োজনে বর্ণাঢ্য র্যালী ও জনসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় হাজার হাজার নেতাকর্মীর আগমন ঘটে। উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক ডা.আনোয়ারুল হক।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান মজনু’র সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি নেতা নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের বার বার দলীয় মনোনয়নপ্রাপ্ত জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব ড. রফিকুল ইসলাম হিলালী।
এসময় অন্যদের মাঝে বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা এডভোকেট মাহফুজুল হক, মনিরুজ্জামান দুদু, রফিকুল ইসলাম রিফুল হাসান আরিফ, কেন্দুয়া উপজেলা বিএনপি নেতা শফিকুল ইসলাম শফিক, মাহাবুব আলম জরিপ, জসিম উদ্দিন আহমেদ খোকন, পৌর বিএনপি সভাপতি খোকন আহমেদ, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম খান প্রমূখ।
পরে জনসভা স্থল থেকে হাজার হাজার নেতাকর্মী নিয়ে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করেন। রাতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে দর্শকদের মাতিয়ে তুলেন প্রখ্যাত লোকশিল্প কুদ্দুস বয়াতি,বাউল আনোয়ার সরকার,মুকুল সরকারসহ ২৫/৩০ জন সঙ্গীত শিল্প। জনসভায় আগত নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সাবেক এই ছাত্রনেতা আলহাজ্ব ড. রফিকুল ইসলাম হিলালী, আজকের সমাবেশ আমাকে সারাজীবনের জন্য ঋণের স্থলে আবদ্ধ করেছেন। আমি প্রত্যেকের মূখ দেখে রেখেছি। মহান আল্লাহ্ আমাকে যদি সেই সুযোগ দান করেন আমি কথা দিচ্ছি আপনাদের এই ঋণ বিনা পয়সায় পরিশোধ করবো।
এসময় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র সুস্বাস্থ্য ও ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের সুস্বাস্থ্য এবং দ্রুত যাতে দেশে ফিরতে পারেন সেজন্য সবার কাছে দোয়া কামনা করেন।