সুষ্ঠু নির্বাচন দিয়ে দ্রুত জনগণের হাতে ক্ষমতা তুলে দিন:  ডা.আনোয়ারুল হক

প্রকাশিত: ৫:১৭ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২৪

মজিবুর রহমান :
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নেত্রকোণার কেন্দুয়া উপজেলা ও পৌর বিএনপি আয়োজনে বর্ণাঢ্য র্যালী ও জনসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় হাজার হাজার নেতাকর্মীর আগমন ঘটে।

উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক ডা.আনোয়ারুল হক।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান মজনু’র সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি নেতা নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের বার বার দলীয় মনোনয়নপ্রাপ্ত জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব ড.রফিকুল ইসলাম হিলালী।

এসয়ম অন্যদের মাঝে বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা এডভোকেট মাহফুজুল হক, মনিরুজ্জামান দুদু, রফিকুল ইসলাম রিফুল হাসান আরিফ,কেন্দুয়া উপজেলা বিএনপি নেতা শফিকুল ইসলাম শফিক, মাহাবুব আলম জরিপ,জসিম উদ্দিন আহমেদ খোকন,পৌর বিএনপি সভাপতি খোকন আহমেদ, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম খান প্রমূখ।

পরে জনসভা স্থল থেকে হাজার হাজার নেতাকর্মী নিয়ে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করেন।

রাতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে দর্শকদের মাতিয়ে তুলেন প্রখ্যাত লোকশিল্প কুদ্দুস বয়াতি,বাউল আনোয়ার সরকার,মুকুল সরকারসহ ২৫/৩০ জন সঙ্গীত শিল্প।

প্রধান অতিথির বক্তব্যে ডা.আনোয়ারুল হক বলেন, ছাত্রজনতার আন্দোলনে ফ্যাসিবাদী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। এই ছাত্রজনতার বিপ্লব সফলতার পেচন থেকে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বলিষ্ঠ ভূমিকা ছিল। বিএনপি নেতাকর্মীরা কখন, কোথায় এবং কিভাবে কাজ করতে লন্ডন থেকে সবকিছুর নির্দেশনা আমাদেরকে দিতেন। ছাত্রজনতাকে আমরা স্যালুট জানাই। আপনাদের আন্দোলন সফল হয়েছে এটা ঠিক। কিন্তু আমাদের সতের বছরের লড়াই সংগ্রামে মানুষ ফুঁসে উঠেছিল সেই মানুষগুলো আপনার পাশে দাঁড়ানোর ফলে আপনেরা সফল হয়েছেন। তাই জনাব তারেক রহমান তথা বিএনপির শক্তি অংশগ্রহণ ভূলে গেলে সেই খেসারত আপনাদের দিতে হবে। যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আপনেরা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছেন সেই স্বপ্ন বাস্তবায়ন করতে হলে অন্তবর্তীকালীন সরকার দ্রুত একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে জনগণের হাতে ক্ষমতা তুলে দিন। আর যদি এতে ব্যর্থ হন তাহলে বুমেরাং হয়ে যাবে। জনগণের মতে বাইরে গিয়ে কিছু করতে পারবেন না। বিএনপি এদেশের সর্বাধিক জনপ্রিয় দল। এই দলের নেতাকর্মীদের সমর্থনকে ভূলন্ঠিত করে আপনাদের স্বপ্ন বাস্তবায়ন করতে পারবেন না। কারণ দেশের অধিকাংশ জনগণকে মাইনাস করে কোন কিছুই স্বার্থক হবে না।

নেতাকর্মী উদ্দেশ্যে তিনি আরো বলেন, আন্দোলনে আমারা কিঞ্চিৎ সফলতা পেয়েছি। কাঙ্খিত লক্ষে পৌঁছাতে আমাদের আরো অনেক পথ পাড়ি দিতে হবে তাই সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান রাখেন তিনি।