খালিয়াজুরী প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে নেত্রকোনার হাওড় অঞ্চল খালিয়াজুরীতে প্রথমবারের মতো আলোচনাসভা ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় খালিয়াজুরী কলেজ মাঠে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাদেকুর রহমানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট অজিত বরণ সরকার।আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক সচিব বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সাজ্জাদুল হাসান।
পরে খালিয়াজুরী উপজেলার ৬টি ইউনিয়নের প্রায় আড়াই হাজার হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে সাজ্জাদুল হাসানের অর্থায়নের কম্বল বিতরণ করেন তিনি।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রুয়েল সাংমা উপস্থিত ছিলেন।কয়েকঘণ্টাব্যাপী চলা আলোচনা সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, সাবেক খালিয়াজুরী উপজেলা চেয়ারম্যান শামসুজ্জামান তালুকদার সোয়েব, সাবেক সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সানোয়ারুজ্জামান জুসেফ, কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামীম মোড়ল, মদন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, শামীম আহমেদ পৌর মেয়র সাইফুল ইসলাম সাইফসহ আরো অনেকেই।
সম্পাদক ও প্রকাশক- মুহা. জহিরুল ইসলাম অসীম
অস্থায়ী কার্যালয় : এআরএফবি ভবন, নেত্রকোণা - ময়মনসিংহ রোড, সাকুয়া বাজার মোড়, নেত্রকোণা সদর, নেত্রকোণা-২৪০০। ফোনঃ ০১৭৩৫-০৭৪ ৬০৪, বিজ্ঞাপন: ০১৬৪৫-৮৮ ৪০ ৫০, ই-মেইল: netrokonajournal@gmail.com
সম্পাদক কর্তৃক এআরএফবি ভবন, ময়মনসিংহ রোড, সাকুয়া বাজার, নেত্রকোণা সদর, নেত্রকোণা থেকে সম্পাদিত ও প্রকাশিত..... [সর্বাধিক পঠিত নেত্রকোণার একটি আঞ্চলিক অনলাইন সংবাদমাধ্যম]