স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে নেত্রকোণা পুলিশ সুপার এর বাণী
বাণী
২৬ মার্চ আমাদের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ উপলক্ষে “নেত্রকোণা জার্নাল” অনলাইন নিউজ পোর্টাল বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করছে জেনে আমি অত্যন্ত আনন্দিত।
১৯৭১ সালের ২৬ মার্চ বাঙালি জাতির ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল দিন। এদিন আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস। ১৯৭১ সালের ২৫ মার্চ কাল রাত্রিতে পাক হানাদার বাহিনী ও তাদের দোসররা এদেশের নিরীহ জনগণের উপর হায়নার মত ঝাঁপিয়ে পড়ে শুরু করেছিল নির্বিচারে গণহত্যা। ২৬ মার্চের প্রথম প্রহরে বাঙালি জাতির মুক্তি সংগ্রামের পথ প্রদর্শক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর স্বাধীনতা ঘোষণার মাধ্যমে এদেশের মুক্তিকামী জনতা স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে। স্বাধীনতা যুদ্ধের সেই প্রথম প্রহরে সর্ব প্রথম বাংলাদেশ পুলিশ বাহিনীর অকুতোভয় সদস্যরা রাজারবাগ পুলিশ লাইন্স এ পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে।
দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সশস্ত্র যুদ্ধের মাধ্যমে ৩০ লক্ষ শহীদ ও ২ লক্ষ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত হয় আমাদের মহান স্বাধীনতা। আমাদের দীর্ঘ ০৯ মাসের মুক্তিযুদ্ধের ইতিহাস একদিকে যেমন করুণ, শোকাবহ, লোমহর্ষক, তেমনি অন্যদিকে গৌরব গাঁথা, বীরত্বপূর্ণ যা বিশ্ব ইতিহাসে আত্মত্যাগের মহান দৃষ্টান্ত স্থাপন করেছে। আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের মূল লক্ষ্য ছিল আত্মমর্যাদাসম্পন্ন, সুখী, সমৃদ্ধ, বৈষম্যহীন ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবসময় রাজনৈতিক স্বাধীনতার পাশাপাশি একটি সুখী-সমৃদ্ধ দেশ গড়ার স্বপ্ন দেখতেন।
তাঁর সেই স্বপ্ন বাস্তবায়নে বর্তমান সরকার নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে। দারিদ্র্য বিমোচন, শিক্ষা, স্বাস্থ্য, মানবসম্পদ উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, শিশু ও মাতৃমৃত্যু হার হ্রাস, লিঙ্গ বৈষম্য দূরীকরণ, গড় আয়ু বৃদ্ধিসহ আর্থ-সামাজিক উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে। দারিদ্র্যের হার কমছে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রাকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়াই হোক আজকের দিনে আমাদের অঙ্গীকার।
এরই ধারাবাহিকতায় “স্মার্ট পুলিশ, স্মার্ট দেশ, শান্তি প্রগতির বাংলাদেশ” শ্লোগানকে বুকে ধারণ করে অন্যান্যদের মধ্যে সামনে থেকে নেতৃত্ব দিয়ে দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ। স্বাধীনতার মূলমন্ত্র ও অসাম্প্রদায়িক চেতনাকে সমাজের সর্বস্তরে প্রতিষ্ঠিত করতে পারলেই এ দিবসটি সার্থক হবে বলে আমি বিশ্বাস করি।
(মোঃ ফয়েজ আহমেদ, পিপিএম-সেবা)
পুলিশ সুপার
নেত্রকোণা।