স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বদ্ধ পরিকর ইন্জিনিয়ার আল মুতাসিম বিল্লাহ

প্রকাশিত: ১:১৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২৩

ইকবাল ভূইয়াঃ
নেত্রকোনার আটপাড়ায় মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন স্মার্ট বাংলাদেশ বিনির্মানে নিষ্টার সাথে কাজ করে যাচ্ছেন উপজেলা প্রকৌশলী আল মুতাসিম বিল্লাহ গত ৮ই জুলাই ২০২০ইং তারিখ উপজেলা প্রকৌশলী হিসেবে যোগদানের পর বর্তমান সরকারের উন্নয়ন যাত্রা কে সফল করতে রাত দিন পরিশ্রম করছেন তিনি।

উপজেলার গ্রামীন অবকাঠামো সহ সকল উন্নয়নমূলক কাজ দ্রুুত বরাদ্দ সহ বাস্তবায়নে একনিষ্ঠ ভূমিকা রাখছেন। তিনি নিজে উপস্থিত হয়ে উপজেলার প্রত্যেকটি উন্নয়ন মূলক কাজের মান নিয়ন্ত্রণ সহ তদারকি করছেন। এমনকি উন্নয়নমূলক কাজের গুণগত মান সঠিক রেখে কাজ তদারকি করতে নিজ অফিসের বাস্তবায়ন কাজে দায়িত্ব প্রাপ্তদের জিরো টলারেন্স ঘোষণায় উপজেলার কাজের মান অনেকটা ফিরে এসেছে বলে উপজেলাবাসী মনে করেন।

তিনি নিজ দায়িত্ব নিয়ে উপজেলা প্রশাসনের পরামর্শে ব্রীজ, নতুন রাস্তা নির্মান, রাস্তা সংস্কার, বর্ধিতকরণসহ বিভিন্ন কাজের প্রস্তাবনা তৈরি করে প্রধান কার্যালয় প্রেরণ কর:ত বরাদ্দ প্রাপ্তিতে ভূমিকা রাখছেন।

শুধু কার্য সম্পাদনই নয় মানসম্মত কাজ বাস্তবায়নই তাঁর লক্ষ্য। আর এই লক্ষ্যকে সামনে রেখে তিনি উপজেলাকে মডেল উপজেলা প্রতিষ্ঠায় ভূমিকা রেখে মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়ার কাজে উপজেলা প্রশাসনকে সহযোগিতা করছেন। দীর্ঘ সময় আটপাড়া উপজেলা প্রকৌশলী দায়িত্ব পালনে অদ্যাবধি পর্যন্ত তাঁকে নিয়ে কারো মাঝে কোন প্রকার সন্দেহ, দুর্নাম বা অসন্তোষ সৃষ্টি হতে দেখেনি বা শুনেনি কেউ।

পক্ষান্তরে নিজ কার্যালয়ের কার্য সম্পাদন ছাড়াও রাষ্ট্রীয়, স্থানীয় বিভিন্ন কর্মসূচি পালনে উপজেলা প্রশাসনকে সহযোগিতা করছেন তিনি। প্রশাসনের সাথে একাত্মচিত্তে উপস্থিত থেকে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও নির্বাহী অফিসার এঁর সাথে বিভিন্ন কাজ বা কর্মসূচি বাস্তবায়নে তাঁকে সেতু হিসেবে উপস্থিত থাকতে দেখা যায়।

একান্ত সাক্ষাৎকারে তিনি জানান, আমি কাজকে ভালোবাসি। নিজে দায়িত্ব নিয়ে উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজের প্রস্তাবনা তৈরি করে দ্রুুত বাস্তবায়নের লক্ষ্যে প্রধান কার্যালয়ে প্রেরণ এবং দ্রুুত বরাদ্দ প্রাপ্তির জন্য ভূমিকা রেখে কাজ বাস্তবায়নে চেষ্টা করি। তিনি আরো বলেন অবহেলিত এই উপজেলার কিছু উন্নয়নমূলক কাজের সাথে নিজেকে সম্পৃক্ত রাখতে চাই। তিনি কৃতজ্ঞতা নিয়ে আরো বলেন প্রশাসনিক ভাবে আমাকে এ বিষয়ে সহযোগিতা করায় কাজ করতে আরো বেশী স্বাচ্ছন্দ্যবোধ করছি।