হঠাৎ হাসপাতাল পরিদর্শনে সংসদ সদস্য রুহী, খোঁজ নিলেন রোগীদের

প্রকাশিত: ৯:০০ পূর্বাহ্ণ, মার্চ ১০, ২০২৪

রাজেশ গৌড়ঃ
হঠাৎ হাসপাতাল পরিদর্শনে গিয়ে রোগীদের চিকিৎসার খোঁজ-খবর নিলেন নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহী। শনিবার দুপুরে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যান তিনি।

এ সময় তিনি হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের চিকিৎসার সার্বিক খোঁজ-খবর নেন। ভর্তি থাকা কিছু রোগীকে আর্থিকভাবে সহায়তা করেন তিনি।

সেবার মান বৃদ্ধির জন্য হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকদের সাথে কথা বলেন সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহী । কোন রোগী যাতে হয়রানির স্বীকার না হয় সেদিকে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। হাসপাতালের বিভিন্ন সমস্যাদি চিকিৎসকরা সংসদ সদস্যকে বলেন ।

হাসপাতালের যেসব সমস্যা তা দূর করে উন্নত চিকিৎসাসেবা প্রদানের ব্যবস্থা করার জন্য যা কিছু করণীয় তা করা হবে বলে জানান সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহী।